হাতিরঝিলে চক্রাকার বাসে ‘র‌্যাপিড পাস’ কার্ডের ব্যবহার শুরু

ফানাম নিউজ
  ২০ জুলাই ২০২৫, ২৩:২২

হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিসে (এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি) ‘র‌্যাপিড পাস’ কার্ডের মাধ্যমে ভাড়া আদায় কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২০ জুলাই) দুপুরে হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিস এফডিসি কাউন্টার সংলগ্ন স্থানে এ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এই কার্যক্রমের ফলে সাধারণ যাত্রীরা মেট্রোরেলের মতো চক্রাকার বাসেও র‌্যাপিড পাস ব্যবহার করতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়