চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় নির্মাণাধীন ভবনের নিচ থেকে বোমা সদৃশ ৬টি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ মে) দুপুর একটার দিকে পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন নির্মাণাধীন ভবনের নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, বোমা সদৃশ বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, এগুলো দেখে মনে হচ্ছে বেশ পুরোনো। বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।