এনসিটিবি’র ওয়েবসাইটে মিলবে নতুন পাঠ্যবইয়ের পিডিএফ সংস্করণ

ফানাম নিউজ রিপোর্টার
  ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৫১

নতুন বছরের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য সরকারের বিনামূল্যের মূল পাঠ্যবইগুলোর পরিমার্জিত ৪৪১টি পাঠ্যবই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে হালনাগাদ পিডিএফ সংস্করণ আপলোড করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এ রিয়াজুল হাসান।

তিনি জানিয়েছেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস ও তাদের মানবণ্টন এরইমধ্যে অনলাইনে আপলোড করা হবে। অন্যদিকে  এরইমধ্যে ৪৪১টি বইয়ের পরিমার্জন সম্পন্ন করে পিডিএফ ভার্সনে রূপান্তর করা সম্পন্ন হয়েছে। শিগগিরই এগুলো এনসিটিবি’র ওয়েবসাইটে আপলোড করা হবে। আশা করা যায়, সোমবারের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এরপর এটি প্রকাশের জন্য প্রস্তুত হবে।  

এনসিটিবি চেয়ারম্যান আরো জানিয়েছেন, জানান, বছরের প্রথম দিনই (১ জানুয়ারি) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির সব বই এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কমপক্ষে বাংলা, ইংরেজি ও গণিত বই দেওয়ার পরিকল্পনা চলছে। আর ষষ্ঠ থেকে দশম শ্রেণিরও বাংলা, ইংরেজি ও গণিত বই আংশিক দেওয়া হবে। একইসঙ্গে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের মিলিয়ে ১ কোটি ১০ হাজার নতুন বই প্রস্তুত করা হয়েছে। আগামী ৫ জানুয়ারির মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাকি বই এবং দশম শ্রেণির বাকি বই ৫ জানুয়ারির মধ্যে তাদের হাতে পৌঁছানোর চেষ্টা চলছে। আর ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের আরও পাঁচটি বই এবং ২০ জানুয়ারির মধ্যে বাকি সব বই বিতরণের পরিকল্পনা রয়েছে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালে প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে ১০ কোটি এবং মাধ‍্যমিকের শিক্ষার্থীদের মাঝে ৩০ কোটি বই বিতরণ করবে সরকার। সেলক্ষ্যেই প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য সরকারের বিনামূল্যের মূল পাঠ্যবইগুলোর মধ্যে ৬৯১টি বই নতুন করে পরিমার্জন করা হয়েছে। এর মধ্যে ৪৪১টি বইয়ের পরিমার্জন সম্পন্ন করে পিডিএফ ভার্সনে রূপান্তর করা সম্পন্ন হয়েছে। শিগগিরই এই পিডিএফ ফাইলগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে আপলোড করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়