জানুয়ারি মাসজুড়ে অনার ফোনে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা

ফানাম নিউজ রিপোর্টার
  ০১ জানুয়ারি ২০২৫, ১১:২৭

২০২৫ সালের শুরুতেই সবচেয়ে বড় মূল্যছাড় ও ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে অনার বাংলাদেশ। অফার অনুযায়ী, আজ বুধবার ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত অনারের বিভিন্ন মডেলের প্রিমিয়াম স্মার্টফোনে মূল্য ছাড় পাওয়া যাবে।

এর মধ্যে ফোল্ডেবল ফোন অনার ম্যাজিক ভি২ -তে ছাড় দেওয়া হয়েছে ১৫,০০০ টাকা। ফোনটি কেনা যাবে ১,১৪,৯৯৯ টাকায়।

এছাড়াও নির্ধারিত ডিভাইসে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে অনার। এআই-এনহ্যান্সড পোর্ট্রেট ফটোগ্রাফি প্রেমীরা অনার ২০০ (১২জিবি+৫১২জিবি) ফোনটি এখন পাচ্ছেন মাত্র ৫৯,৯৯৯ টাকায়; এবং অনার ২০০ প্রো (১২জিবি+৫১২জিবি) পাচ্ছেন মাত্র ৭৬,৯৯৯ টাকায়। আরো দুটি সেরা মডেল-অনার এক্স৯বি ৫জি এবং অনার এক্স৮বি’তেও ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের নিশ্চয়তা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়