রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

ফানাম নিউজ
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৮

কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। 

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উখিয়া কুতুপালং ২০ নম্বর ক্যাম্প ও ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ২০ নম্বর ক্যাম্পের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) ও ৪ নম্বর ক্যাম্পের গণি মিয়ার ছেলে রহমতুল্লাহ (২৫)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত ১০-২০ জন সন্ত্রাসী রহমত উল্লাহ নামে এক রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আবদুল্লাহ নামে আরও একজন গুলিবিদ্ধ হন।

অপরদিকে ২০ নম্বর ক্যাম্পে সন্ত্রাসীরা ঘর থেকে তুলে নিয়ে ইমাম হোসেন নামে একজনকে গুলি করে হত্যা করেন। তবে কে বা কারা সেটি করছে তা জানা যায়নি। এ মূহুর্তে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়