প্রকাশ্যে বিএনপি নেতা সাধনকে হত্যা, দুই শ্যুটার শনাক্ত

ফানাম নিউজ
  ২৬ মে ২০২৫, ১৫:৫৯
আপডেট  : ২৬ মে ২০২৫, ১৬:০১

রাজধানীর মধ্য বাড্ডায় স্থানীয় বিএনপি নেতা কামরুল আহসান সাধন হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৬ মে) সকালে নিহতের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৩৩। মামলায় আসামিরা অজ্ঞাত।

বিএনপি নেতা সাধন হত্যার ঘটনায় প্রাথমিকভাবে দুই শ্যুটারকে শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ ও র‍্যাবের কয়েকটি টিম।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ওসির মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাধন হত্যার ঘটনায় নিহতের স্ত্রী দিলরুবা আক্তার সোমবার ভোরে বাড্ডা থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গুদারাঘাট চার নম্বর রোডে দুজন ব্যক্তি বিএনপি নেতা কামরুলকে এলোপাতাড়ি গুলি করে হেঁটে চলে যাচ্ছে। ঘটনার জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সিসি ক্যামেরা ফুটেজে যে দুজনকে গুলি করতে দেখা গেছে, তাদের শনাক্ত করা হয়েছে। এখন তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, বিএনপি নেতা কামরুলের বাসা গুদারাঘাট এলাকায়। তিনি এলাকায় ইন্টারনেটের ব্যবসা করতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়