জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বিএনপির বৈঠক

ফানাম নিউজ
  ০৯ আগস্ট ২০২৪, ১৪:৫৪

বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে শুরু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে অংশ নিচ্ছেন দলটির আন্তর্জাতিক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। এ ছাড়া বৈঠকে আছেন ঢাকার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বৈঠকটি শুরু হয়েছে, যা এখনও চলছে।

এর আগে বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসের চায়ের দাওয়াতে অংশ নিয়েছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়