বাড়ির সীমানা নিয়ে বিরোধ, চাচাকে কুপিয়ে হত্যা

ফানাম নিউজ
  ২৫ এপ্রিল ২০২২, ১৪:১৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আবু বক্কর (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুবক্কর ওই গ্রামের আলফাজ আলীর ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সবুজ পলাতক আছেন। তিনি একই গ্রামের রুকু মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, আবুবক্করের সঙ্গে তার প্রতিবেশী সবুজের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। তারা দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা হন। বিরোধের জেরে সোমবার সকালে সবুজ তার চাচা বক্করকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

পুলিশ মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত সবুজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়