পটুয়াখালীতে ক্ষেতের মুগডাল তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার সন্ধ্যায় সদর উপজেলার কমলাপুরের বাহেরমৌজ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাসেল ওই এলাকার সোবাহান মোল্লার ছেলে।
আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, বাহেরমৌজ এলাকার জয়নাল শরীফ গংয়ের সঙ্গে রাসেল মোল্লার বাবা সোবাহান মোল্লার জমি নিয়ে প্রায় ৩ বছর ধরে বিরোধ চলছিল।
বিকেলে বিরোধীয় জমিতে মুগ ডাল তুলতে যান জয়নাল শরীফ ও তার লোকজন। খবর পেয়ে মুগ ডাল তুলতে বাধা দেন সোবাহান মোল্লার ছেলে রাসেল ও তার ভাইসহ পরিবারের লোকজন।
এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং রাসেলের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আলমগীর, লিটন, সরোয়ার ও ফিরোজ।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
পটুয়াখালী পুলিশ সুপার মোহম্মদ শহিদুল্লাহ বলেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশি অভিযান চলছে।
সূত্র: দেশ রূপান্তর