দিনাজপুরে তেলবাহী লরিচাপায় মা-মেয়ে নিহত

ফানাম নিউজ
  ০৬ জুলাই ২০২২, ১১:৩৪

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তেলবাহী লরিচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী মা বিউটি আক্তার (৩৫) ও তার মেয়ে ফাহিমা আক্তার (১৫)। 

এতে আহত হয়েছে বিউটির স্বামী মো. হোসাইন (৪৫) ও শিশু পুত্র নাসরুল্লাহ (২)। ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

তাদের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলার পাঁচটিকুড়ি গ্রামে। মো. হোসাইন দিনাজপুরের বিরল উপজেলার তেঘরা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন বিরল উপজেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ভোরে একই মোটরসাইকেলে পরিবারের চার সদস্য দিনাজপুরের বিরল থেকে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন। ভোর পৌনে ৫টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছলে বিপরীতগামী একটি তেলবাহী লরি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মো. হোসাইনের স্ত্রী বিউটি আক্তার ও মেয়ে ফাহিমা আক্তার। আহত মো. হোসাইন ও তার শিশুপুত্র।

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়