জাতীয় পতাকার সঙ্গে গেরুয়া পতাকা তোলায় রাষ্ট্রদ্রোহ মামলা, দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  ৩১ অক্টোবর ২০২৪, ২২:১৪

জাতীয় পতাকার উপরে গেরুয়া রঙের পতাকা টাঙানোর অভিযোগে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্রসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদোহের মামলা হয়েছে চট্টগ্রামে। অন্যদিকে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে সমাবেশ করেন তারা। মামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার দেশের ৬৪ জেলায় একযোগে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন সনাতন জাগরণ মঞ্চের নেতাকর্মীরা।

মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন- ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর প্রকাশ, চিম্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, অজয় দত্ত (৩৪), লীলা রাজ দাস ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) ও হৃদয় দাস (২৫)।

দেশে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতেই এ মামলা দায়ের বলে অভিযোগ তাদের। মামলা প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। সমাবেশকে ঘিরে ছিল র‍্যাব পুলিশের সতর্ক অবস্থান। ২৫ অক্টোবর সনাতনী জাগরণ মঞ্চের সমাবেশের দিন নিউমার্কেট মোড়ে জাতীয় পতাকার উপর গেরুয়া রঙের পতাকা টাঙানোর ঘটনায় বুধবার রাতে কোতোয়ালি থানায় রাষ্ট্রদোহ মামলা করেন ফিরোজ খান নামে এক ব্যক্তি।

মামলায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রম্মচারি সহ ১৯ জনকে আসামি করা হয়। এর মধ্যে রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ নামে দু’জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়