পাঙ্গাশের কেজি ৭০০ টাকা

ফানাম নিউজ
  ১১ নভেম্বর ২০২১, ১০:৪৩

বরগুনায় ৪৩ কেজি ওজনের ৪টি পাঙ্গাশ মাছ ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছ চারটি বিশখালীর মোহনা থেকে ধরা হয়েছে বলে জানান বিক্রেতা।

বরগুনার বিশখালী নদীর মোহনা থেকে চারটি বিশাল সাইজের পাঙ্গাশ মাছ ধরা হয়। স্থানীয় জেলে হোসেন গাজীর শাইন জালে মাছ চারটি ধরা পড়ে বুধবার সন্ধ্যায়। এরপর মাছগুলো বরগুনা মাছ বাজারে নিয়ে গেলে নিলামের মাধ্যমে কবির ছগীর মৎস্য আড়তে মাছগুলো বিক্রি করেন। পরে এই আড়ত থেকে খুচরা বিক্রেতা দেলোয়ার হোসেন মাছ চারটি কিনে নেন।

মাছ চারটির মোট ৪৩ কেজি ওজন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বড় মাছটির ওজন ১৪ কেজি এবং সবচেয়ে ছোট মাছটির ওজন ৯ কেজি। বাকি মাছ দুটি ১০ কেজি করে। মাছগুলোর প্রতি কেজি ৭০০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতা দেলোয়ার।

বিক্রেতা দেলোয়ার হোসেন জানান, মাছগুলো বিশখালী নদীর। নদীর মাছ হওয়ায় প্রচুর চাহিদা রয়েছে বাজারে। তার ওপর আবার সাইজে বড়। প্রতি কেজি ৭০০ টাকায় বিক্রি হয়েছে।

কবির ছগীর মৎস্য আড়তের সত্ত্বাধিকারী ছগীর হেসেন টিটু বলেন, প্রায়ই আমাদের এখানে বড় সাইজের মাছ আসে। আজ চারটি পাঙ্গাশ এসেছিলো, নদীর পাঙ্গাশ হওয়ায় চাহিদা অনেক। তবে সবসময় এত বড় মাছ পাওয়া যায় না।

সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়