শরীয়তপুর সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী দুইজন এবং পাঁচজন বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তারা বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এরমধ্যে তুলাসার ইউনিয়নে জামাল হোসাইন ফকির, রুদ্রকর ইউনিয়নে সিরাজুল ইসলাম ঢালী আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া ডোমসার ইউনিয়নে মাস্টার মজিবুর রহমান খান (আনারস), শৌলপাড়া ইউনিয়নে মো. ভাসানী (আনারস), আংগারিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার (আনারস), পালং ইউনিয়নে কেএম আজাহার হোসেন (আনারস), মাহমুদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহান ঢালী (আনারস) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।
এরআগে বিনোদপুর ইউনিয়নে আব্দুল হামিদ সিকদার ও চন্দ্রপুর ইউনিয়নে আব্দুস ছালাম খান আওয়ামী লীগের নৌকার প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়া চিতলিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সদস্য ও তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে পছন্দের লোকদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করতে অনৈতিক পন্থা অবলম্বনের অভিযোগ ওঠে। সেখানে অন্য প্রতিদ্বন্দ্বীদের স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করার অভিযোগ ওঠে আওয়ামী লীগের (নৌকা) চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের বিরুদ্ধে। পরে গত ৮ নভেম্বর চিতলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।
সূত্র: জাগো নিউজ