বগুড়া সদর উপজেলার শাখারিয়া থেকে দুটি চাপাতি ও একটি ককটেল উদ্ধার করেছে র্যাব। রোববার (২৮ নভেম্বর) দুপুর ১টায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন পাঁচবাড়িয়া ইলাম উদ্দিন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন বলেন, নির্বাচনে নাশকতার জন্য হয়তো দুর্বৃত্তরা সেগুলো মজুত করেছিল। পুরো এলাকা আমদের নিয়ন্ত্রণে নিয়েছি। সেখানে অতিরিক্ত ফোর্সও পাঠানো হয়েছে।
পাঁচবাড়িয়া ইলাম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোস্তফা কামাল জানান, র্যাব সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।
সূত্র: জাগো নিউজ