রাতের আঁধারে যুবককে পিটিয়ে হত্যা

ফানাম নিউজ
  ০৭ মার্চ ২০২২, ১৫:৫৮

নরসিংদী শহরে পাতিল বাড়ি এলাকায় বালুর মাঠে মন্টি দত্ত নামে (৩৫) এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত মন্টি দত্ত শহরের উত্তর কান্দা পাড়ার স্বর্ণ ব্যবসায়ী নিরঞ্জন দত্তের ছেলে। এক সময় স্বর্ণের কারিগর হিসেবে কাজ করলেও সম্প্রতি তিনি বেকার জীবনযাপন করছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, পাতিল বাড়ি সংলগ্ন বালুর মাঠে সন্ধ্যার পর থেকে অন্ধকারে একাধিক মাদকাসক্ত যুবক প্রতিদিনই আড্ডা জমান। প্রতিদিনের মতো রবিবারও নিস্তব্ধ অন্ধকার মাঠে আড্ডায় অংশ নেয় তারা। সেখানে একদল লোক মন্টিকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তার চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।

মন্টিকে মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

এ ব্যাপারে নরসিংদী মডেল থানার ওসি সওগাতুল আলম বলেন, ঠিক কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। তবে অভিযান চলছে। আসামি গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের ঘটনা বেরিয়ে আসবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়