রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলে সাইদ হালদারের জালে ধরা পড়ল ৩৫ কেজি ওজনের একটি বাগাইড় মাছ।
মঙ্গলবার ভোরের দিকে গোয়ালন্দে পদ্মা নদীর ৭নং ফেরি ঘাটের অদূরে বাহিরচর এলাকায় মাছটি ধরা পড়ে। পরে সকাল ৭টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত রওশনের মৎস্য আড়তে আনলে ৫নং ফেরি ঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী সুমাইয়া মৎস্য আড়তের মালিক মো. সোহেল মোল্লা ১৩শ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী মো. সোহেল মোল্লা বলেন, সকালে আমি খবর যে পদ্মায় একটি বড় সাইজের বাগাইড় মাছ ধরা পড়েছে। পদ্মা নদীর বাহিরচর এলাকায় সাইদ হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দ্রুত আড়তে গিয়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ৪৫ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে নেই। এখন মাছটি আমি ১৪শ টাকা প্রতি কেজি বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করছি।
তিনি আরও বলেন, অনেক দিন পর একটি বড় মাছ কিনলাম। পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় জেলেদের জালে তেমন মাছ ধরা পড়ছে না। মাছটি কিনে নিজের কাছে ভালো লাগছে।
সূত্র: দেশ রূপান্তর