রবিবার বেলা সাড়ে এগারোটায় বাগেরহাটের ফকিরহাটে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মো. ইলিয়াস হোসেন (৫৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য ইলিয়াস হোসেন ফকিরহাট থানায় কর্মরত ছিলেন।
তিনি ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর গ্রামের প্রয়াত ইজ্জত আলীর ছেলে।
ফকিরহাট থানার ওসি মো. আলিমুজ্জামান বলেন, রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশ সদস্য ইলিয়াস হোসেন মোটরসাইকেলযোগে আসামির সমন নিয়ে ফকিরহাটের ফলতিতা এলাকায় যাচ্ছিলেন।
পরিবর্তে খুলনা-মাওয়া মহাসড়কে গোপালগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্য ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য ইলিয়াসকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ পরে খবর পেয়ে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি ফকিরহাট থানায় কর্মরত ছিলেন।
সূত্র: দেশ রূপান্তর