নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন (৪০) নামে এক রাখালের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কাঞ্চন ময়মনসিংহের গৌরিপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি স্থানীয় শফিকুল ইসলাম আপেল নামের এক ব্যক্তির মেসার্স ভূইয়া এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে রাখালের কাজ করে আসছিলেন।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক সবুজ মিয়া জানান, রবিবার সকালে তারাব পৌরসভার বরপা এলাকায় গলা কাটা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে।
শনিবার রাতের যেকোনো সময় তাকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে গেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: দেশ রূপান্তর