সিলেট-৩ : নির্বাচনী প্রচারে এগিয়ে নৌকার হাবিব

ফানাম নিউজ
  ২১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬
আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৩, ০৩:১৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরে পুরোদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা নানাভাবে তাদের নির্বাচনী প্রতীকের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সিলেট-৩ আসনের প্রার্থীরাও নিজেদের প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন । এই আসনের বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান এবারও নৌকা প্রতীক নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

গত উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এমপি হোন হাবিব। এবারও আওয়ামী লীগের নৌকার মাঝি হয়ে নির্বাচনী প্রচারে অন্যান্য প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। 


ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে মন জয় করছেন এই সংসদ সদস্য। নৌকার প্রচারণায় সংসদ সদস্য হাবিবের ভিন্নধর্মী প্রচারণার কৌশলও নজর কেড়েছে সাধারণ ভোটারদের।

অন্যদিকে বেশ কয়েকজন প্রার্থী থাকলেও মাঠে আলোচনায় আছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুক হক চৌধুরী দুলাল (ট্রাক) ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান (লাঙ্গল)। 


সরেজমিনে দেখা যায়, প্রতীক বরাদ্দের আগে নৌকার প্রার্থী হাবিবুর রহমান ফেঞ্চুগঞ্জে সেন্টার কমিটি গঠন গুছিয়ে এনেছেন। ফেঞ্চুগঞ্জে নেতাকর্মী নিয়ে দিনরাত গণসংযোগ করছেন তিনি।

অন্যদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় নিজেদের সমর্থক নিয়ে তিনটি সভা ও সেন্টার কমিটি গঠন করেছেন ট্রাক মার্কার ড. এহতেশামুল হক চৌধুরী (দুলাল)। যদিও এখন পর্যন্ত জাপার আতিকুর রহমানের তেমন কোন কার্যক্রম দেখা যায়নি ফেঞ্চুগঞ্জ উপজেলায়। 

সে হিসেবে মাঠে ভোট যুদ্ধে এগিয়ে আছেন নৌকার হাবিব এমনটাই বলছেন সাধারণ ভোটাররা। তার সঙ্গে লড়তে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন আরেক প্রার্থী দুলাল।

জাপার কিছু কর্মী সমর্থক উপজেলার বিভিন্ন জায়গায় থাকলেও মাঠ পর্যায়ে উনাদের উল্লেখযোগ্য কোন কার্যক্রম এখন পর্যন্ত দেখা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়