বিদেশি চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের সিনেমা

ফানাম নিউজ
  ২৭ জুলাই ২০২৪, ১২:২৩

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কালে কালে বড় পর্দার অভিনেত্রী হিসেবেও নাম লিখিয়েছেন তিনি। ক্যারিয়ারে প্রথমবারের মত ‘সাবা’ চলচ্চিত্রে অভিনয় করে সিনেমা জগতে পা রাখেন; আর প্রথম বড় পর্দার কাজেই সাফল্যের মুখ দেখতে চলেছেন অভিনেত্রী।

আগামী ৫ সেপ্টেম্বর কানাডায় শুরু হতে যাচ্ছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৯ তম আসর। ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসব চলবে টানা ১১ দিন। সে উৎসবেই দেখানো হবে মেহজাবীনের ‘সাবা’।

বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসন্ন আসরে যে ছবিগুলো নির্বাচিত হয়েছে, তার একটি তালিকা সম্প্রতি প্রকাশ করেছে আয়োজকরা। যেখানে ডিসকভারি প্রোগ্রামে বিশ্বের ২৪টি চলচ্চিত্রের সাথে স্থান করে নিয়েছে বাংলাদেশি সিনেমা সাবা।

জানা গেছে, চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এমনটা জানিয়েছিলেন মেহজাবীন নিজেই। ছবিটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। গত এপ্রিলে মেহজাবীনের জন্মদিন উপলক্ষ্যে ‘সাবা’র পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে সিনেমাটির খবর জানানো হয়। সেই খবরের তিন মাসেই এল নতুন সুসংবাদ।

মেহজাবীন ছাড়া ‘সাবা’-য় আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার এবং রোকেয়া প্রাচী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়