ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন দুজন। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি।
গত ১০ আগস্ট ছিল পূণ্যের জন্মদিন। ছেলের জন্মদিন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায় পরীমণির মেয়েকে।
এ অভিনেত্রী ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অনেকেই এতদিন আমার মেয়ের মুখ খুব দেখতে চাইতেন তাদের জন্যে আজ আমার ছেলের জন্মদিনের ছোট্ট এই ভিডিও তে মেয়ের মুখখানা এক ঝলক দিয়ে দিলাম। ওদের জন্যে দোয়া করবেন। ‘
সেই ভিডিওর কমেন্ট বক্সে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। সাকিয়া জামান নামে এক ভক্ত লিখেছেন, ‘তুমি সত্যিই একটা ভালো মা। তোমার সন্তানের প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা রইলো, তুমি মা হিসেবে এবং সেরা অভিনেত্রী হিসেবে সব দিকেই দায়িত্ব সঠিকভাবে পালন কর এই দোয়া রইল।’
রবিউল নামে আরেকজন লিখেছেন, ‘মাতৃত্ব অদ্ভুত সুন্দর। মা পরীকে যতই দেখি ততই অবাক হই। কীভাবে পারো তুমি এত কিছু এত সুন্দর ভাবে মেনটেইন করতে? তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।’
রোজিনা আক্তারের ভাষ্য, ‘এতোটুকু দেখে মন ভরে না আপু, মাশাল্লাহ সব সময় দোয়া করি আল্লাহ সুস্থ রাখুন।’
প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পূণ্যর। কিন্তু এখন শরিফুল রাজকে ছাড়া পরীমণি যেন তাদের সন্তানদের কাছে ওয়ান ম্যান আর্মি। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দন্তক নেন পরী। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম।
রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়েই কাটছে তার সংসার। মেয়েকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে না আনলেও ছেলেকে নিয়ে আদর আমাদের মুহূর্ত প্রায়ই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় নায়িকাকে।