দেশের বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। এমন অবস্থায় চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরাও এগিয়ে এসেছে। তাইতো নিজেদের সামর্থ্যের মধ্য থেকে এগিয়ে এলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তার স্ত্রী শাম্মী অবন্তী।
শুক্রবার (২৩ আগস্ট) সামাজিক মাধ্যমে 'যত বিপদ, তত ঐক্য' শিরোনামে একটি ভিডিও আপলোড করেন সিয়াম। সেখানে সিয়াম ও শাম্মী জানালেন, বন্যার্তদের মাঝে তারা তাদের দুই মাসের পুরো আয় অনুদান দেবেন।
সিয়াম বলেছেন, ‘এক ছোট বাবু তার জমানো ১৪,৫০০ টাকা বন্যার্তদের মাঝে দিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষের ইউনিটিটা আসলে এখানে, এটাই আমাদের বিউটি। আমরা সিদ্ধান্ত নিয়ে এই মাসের ও আগের মাসের ইনকাম পুরোটা ডোনেট করছি। কিছু টাকা ইতোমধ্যে দিয়েছি, বাকিটা দিতে যাচ্ছি।’
সিয়াম আরও বলেন, ‘ডোনেশনের কথা সরাসরি বলা উচিত না, কিন্তু এখন যদি বলা যায় তাহলে কিছু মানুষ হয়ত উৎসাহিত হয়ে তারাও এগিয়ে আসবেন। প্রত্যেকের উচিত তার কাছের বা একই পেশার মানুষকে উৎসাহিত করা। আমি অভিনয় পেশায় জড়িত। এখানে অনেকে সামর্থ্যবান রয়েছেন। তাদেরকে বলব, প্লিজ আপনারা একটা অ্যামাউন্ট বন্যার্তদের ডোনেট করুন। বাংলাদেশের এই সাপোর্টটা এখন দরকার।’
অবন্তী বলেন, ‘যারা বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের তো সাহায্য করবই, মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি, সঙ্গে পশুপাখিদের পাশেও দাঁড়াতে হবে। অনেক গরু, ছাগল, কুকুর, বিড়াল আটকে আছে, তাদের দিকটাও ভাবতে হবে। তো অ্যানিম্যাল ওয়েলফেয়ারে যারা কাজ করছেন, আমরা তাদের জনও কিছু ডোনেট করব, যেন কুকুর বিড়াল বা অন্য কোনো প্রাণি যেসব আটকে আছে, তারা যেন সেসব উদ্ধার করে।’
দ্বৈত বক্তব্যে সিয়াম-অবন্তী সকলকে যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করার আহ্বানও জানান।