‘দরদ’ মুক্তিতে রইল না আর বাধা

ফানাম নিউজ
  ০৮ অক্টোবর ২০২৪, ১৫:১৮

শাকিব খানের আসন্ন ছবি ‘দরদ’ মুক্তি পেতে থাকল না আর বাধা; এখন শুধু সময়ের অপেক্ষা। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত হয়েছে ছবিটি। বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন নিজে। এও জানিয়েছেন, শীঘ্রই জানিয়ে দেওয়া হবে ‘দরদ’ মুক্তির তারিখ।

মুক্তির অনুমতি পাওয়ায় খুশি ছবিটির পরিচালক অনন্য মামুন। তিনি বললেন, ‘প্রচার শুরু হয়েছে। দু-এক দিনের মুক্তির দিনক্ষণও জানিয়ে দেব। ছবিটি নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে।’

এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, ‘কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই ‘দরদ’ পাস করেছে। এটি প্রেমের ছবি, দেখে আমার কাছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো ছবি বলতে স্বাচ্ছন্দ্যবোধ করব। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না।’

অন্যদিকে শাকিব খানের ফেসবুক পেজ থেকে সন্ধ্যায় কয়েকটি লুকের একটি ছবি কোলাজ পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘দরদ ভরা ভালোবাসা নিয়ে সে আসছে ...।’

সাইকো-থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। সেখানে শাকিবের সঙ্গে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। শাকিব-সোনাল ছাড়াও আছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়