কৃষি গবেষণা ও উদ্যোগে স্বীকৃতি, ৮ জন পেলেন সেরা পুরস্কার

ফানাম নিউজ রিপোর্টার
  ০১ জানুয়ারি ২০২৫, ১১:১০

ডিজিটাল কৃষি সম্প্রসারণ উদ্যোগ কৃষি বায়োস্কোপসহ মোট ছয়টি বিভাগে আট ব্যক্তি পেলেন এ বছরের বর্ষসেরা কৃষি পুরস্কার।

মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে যৌথভাবে এই সম্মাননা দিয়েছে সিটি গ্রুপ ও দৈনিক প্রথম আলো। নির্বাচিত  কৃষক, উদ্যোক্তা ও কৃষিবিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

কৃষি বায়োস্কপের জন্য কৃষিবিদ তালহা জুবায়ের, গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা ও সেই বর্জ্য থেকে সবুজ সার উৎপাদনের স্বীকৃতি হিসেবে সেরা কৃষি উদ্ভাবন বিভাগে ফরিদপুরের কাজী আশরাফুল হক এবং ভুট্টাগাছ থেকে গোখাদ্য সাইলেজ উৎপাদন ও বিপণনে সেরা কৃষি উদ্যোক্তা বিভাগে পুরস্কৃত হয়েছেন ঠাকুরগাঁওয়ের তরুণ উদ্যোক্তা মো. গোলাম সারোয়ার।

দেশে কৃষি খাতে বিজ্ঞান ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের এই স্বীকৃতি আরো পেয়েছে নাটোরের লালপুরের ঔষধি গ্রামখ্যাত কাঁঠালবাড়িয়ার মো. শহিদুল ইসলাম এর ‘রোজেলা চা’। এছাড়াও সেরা নগর সবুজায়ন বিভাগে পুরস্কার পান কুমিল্লার চান্দিনার মো. গিয়াস উদ্দিন। তিনি ঢাকায় ছাদবাগান ও ল্যান্ডস্কেপিং করে সাফল্য অর্জন করেছেন। কৃষিতে সেরা নারীর পুরস্কার যৌথভাবে পেয়েছেন খাগড়াছড়ির প্রীতিলতা ত্রিপুরা। তিনি গোল মরিচের চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন। আর বগুড়ার মাসুমা আক্তার গরুর মাংসের আচার তৈরি করে বিশ্বের ১৭টি দেশে রফতানি করছেন।

একইভাবে দেশে ফল চাষে বিশেষ অবদান রাখার জন্য ‘ফল মানব’খ্যাত অধ্যাপক এম এ রহিমকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন, যুব কার্যক্রম ও ইভেন্টসের প্রধান সমন্বয়ক মুনির হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হোসেন জিল্লুর রহমান বলেন, ‘নীতিনির্ধারণী ক্ষেত্রে কৃষির প্রতি যে মনোযোগ ও দৃষ্টিভঙ্গি থাকা দরকার তার ঘাটতি রয়েছে। কিন্তু কৃষি খাত দেশের অর্থনীতির একটি শক্তিশালী খুঁটি। এখানে আরো অনেক সম্ভাবনা রয়েছে। কৃষক ও বিজ্ঞানীরা বড় ধরনের অবদান রেখেছেন। অন্যান্য আরো অনেকে অনেকভাবে কৃষি খাতে কাজ করছেন। তবে এখন উন্নত জাত ও প্রযুক্তির উদ্ভাবনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’

কৃষি খাতের প্রচুর প্রবৃদ্ধির সুযোগ রয়েছে উল্লেখ করে হোসেন জিল্লুর রহমান আরো বলেন, ‘‌খাদ্যশস্যের পাশাপাশি মৎস্য, পশুপালন সব মিলিয়ে সমন্বিতভাবে বড় আকারে কৃষি উন্নয়নের মাধ্যমে এ খাত জাতীয় প্রবৃদ্ধির ক্ষেত্রে তৃতীয় প্রধান শক্তি হয়ে উঠতে পারে।’ তিনি এজন্য কৃষকদের সহজে আর্থিক ঋণদানের জন্য পিকেএসএফকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন।

এবার সিটি গ্রুপ-প্রথম আলো কৃষি পুরস্কারের জন্য অনলাইন ও অফলাইনে ১ হাজার ৬৪টি আবেদন জমা পড়ে। বিচারকমণ্ডলী যাচাই-বাছাই করে বিজয়ীদের নির্বাচিত করেছেন।

অনুষ্ঠানে বিচারকমণ্ডলীর সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. এমএ সাত্তার মণ্ডল বক্তব্য প্রদান করেন।

অন্য বিচারকরা হলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়নের অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. হীরেশ রঞ্জন ভৌমিক ও উইন ইনকরপোরেটের প্রধান নির্বাহী কৃষিবিদ ড. কাশফিয়া আহমেদ। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়