জাতিসংঘ মহাসচিবের যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশের ঝুমু

ফানাম নিউজ
  ১৩ আগস্ট ২০২৫, ১৯:৩০

জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের জলবায়ু কর্মী ফারজানা ফারুক ঝুমু।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১২ আগস্ট) জাতিসংঘের ওয়েবসাইটে এ পরিষদের তৃতীয় দলের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।

এবার বিশ্বের বিভিন্ন দেশে থেকে যুব সংগঠন ও জলবায়ু অধিকার সংগঠনগুলোর মনোনীত প্রার্থীদের মধ্য থেকে জাতিসংঘ মহাসচিবের যুব উপদেষ্টা হিসেবে মোট ১৪ জনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতিসংঘের ইউথ ২০৩০ স্ট্র্যাটেজি ও আওয়ার কমন এজেন্ডার অংশ হিসেবে পরিচালিত এই উপদেষ্টা পরিষদের মেয়াদ মঙ্গলবারই শুরু হয়েছে।

এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, এই উপদেষ্টা পরিষদ মহাসচিবকে জলবায়ু বিষয়ে বাস্তবসম্মত ও ফলাফল-কেন্দ্রিক পরামর্শ দেয়, যা জলবায়ু নীতি বাস্তবায়নে সহায়ক হয়।

জাতিসংঘ বলছে, বিশ্বজুড়ে নাগরিক সমাজের কাজের সুযোগ সংকুচিত হওয়ার প্রবণতার প্রেক্ষাপটে, মহাসচিব আন্তোনিও গুতেরেস এবার তার যুব উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ১৪ করেছেন।

ফারজানা ফারুক ঝুমু কাঠপেন্সিল নামের একটি উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতা, যা শিশু অধিকার, লিঙ্গ সমতা এবং জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে থাকাকালে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার শিশুদের দুর্দশা দেখে এ আন্দোলনে সক্রিয় হন ঝুমু। পরে তিনি ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনে যোগ দেন এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও এলাকার (এমএপিএ) সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

বর্তমানে পিপলস ক্লাইমেট ডিপ্লোমেসি প্রোগ্রাম-এর একজন প্রকল্প সমন্বয়কারী হিসেবে কাজ করছেন ঝুমু।

এ উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু আলোচনায় কার্যকরভাবে অংশগ্রহণের জন্য তরুণ জলবায়ু কর্মীদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হয়।

ইউনিসেফ বাংলাদেশের যুব দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন ঝুমু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়