আফগান সীমান্তে পাকিস্তানের ১০ পুলিশকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ অক্টোবর ২০২৪, ১৫:৫৪
আপডেট  : ২৫ অক্টোবর ২০২৪, ১৫:৫৮

আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি তল্লাশি চৌকিতে ১০ পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

শুক্রবার (২৫ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটেছে। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান।

এক গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রায় এক ঘণ্টা ধরে ওই এলাকায় গোলাগুলি চলে। এ সময় ১০ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

জানা গেছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় প্রায় ২০-২৫ জন জঙ্গি পুলিশের সহায়তা বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির একটি চেকপোস্টে হঠাৎ আক্রমণ শুরু করে। পরে হতাহতের এই ঘটনা ঘটে।

এদিকে হামলার দায় স্বীকার করে দেয়া এক বিবৃতিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী বলেছে, তাদের সিনিয়র নেতা ওস্তাদ কুরেশির হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয়েছে।

প্রসঙ্গত, পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী বাজাউর জেলায় অভিযানে দুজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ ৯ জন নিহত হয়েছেন। তদের মধ্যে একজন ছিলেন কুরেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়