শিখ বিচ্ছিন্নতাবাদীদের ওপর হামলা, অমিত শাহকে অভিযুক্ত করল কানাডা

ফানাম নিউজ
  ৩০ অক্টোবর ২০২৪, ১২:৫০

কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদেরকে লক্ষ্যবন্তু করার ষড়যন্ত্রের পেছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিযুক্ত করেছে কানাডিয়ান সরকার। অমিত শাহ ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

বুধবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করার ষড়যন্ত্রের পেছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন বলে কানাডিয়ান সরকার মঙ্গলবার অভিযোগ করেছে।

যদিও ভারত সরকার কানাডার ইতোপূর্বের অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং এমন কোনো ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

রয়টার্স বলছে, কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে সহিংসতা ও ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডের পেছনে অমিত শাহ রয়েছেন বলে কানাডিয়ান কর্মকর্তারা যে অভিযোগ করেছেন সে বিষয়টি প্রথম রিপোর্ট করে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

কানাডার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন মঙ্গলবার দেশটির একটি সংসদীয় প্যানেলকে বলেছেন, তিনি মার্কিনভিত্তিক এই সংবাদপত্রকে জানিয়েছেন— কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করার এই চক্রান্তের পেছনে অমিত শাহ রয়েছেন।

তিনি আরও বলেন, “সাংবাদিক আমাকে ফোন করেছিলেন এবং জিজ্ঞাসা করেন— তিনি (অমিত শাহ) সেই ব্যক্তি কিনা। আমি নিশ্চিত করেছি— তিনিই (অমিত শাহ) সেই ব্যক্তি।”

উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন অবশ্য এই বিষয়ে কানাডিয়ান ওই সংসদীয় কমিটিকে আরও বিশদ বিবরণ বা কোনও ধরনের প্রমাণ দেননি। অন্যদিকে তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় অটোয়ায় অবস্থিত ভারতের হাইকমিশন এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

ভারত শিখ বিচ্ছিন্নতাবাদীদের “সন্ত্রাসী” বলে দাবি করে থাকে এবং দেশের নিরাপত্তার জন্য তাদেরকে হুমকি বলে অভিহিত করে থাকে। তবে শিখ বিচ্ছিন্নতাবাদীরা ভারতের ভূখণ্ডে খালিস্তান নামে একটি স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠায় আন্দোলন করে চলেছে। ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে ভারতে একটি বিদ্রোহ কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছিল।

সেই সময়কালের মধ্যে ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গাও রয়েছে। মূলত শিখ দেহরক্ষীদের হাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পরে হাজার হাজার লোককে হত্যা করা হয়েছিল। নিরাপত্তা বাহিনীকে শিখ বিচ্ছিন্নতাবাদীদের বের করে দেওয়ার জন্য পবিত্র শিখ মন্দিরে হামলা চালানোর নির্দেশ দেওয়ার পর দেহরক্ষীর হাতে নিহত হয়েছিলেন ইন্দিরা গান্ধী।

এর আগে কানাডা চলতি অক্টোবরের মাঝামাঝি সময়ে ভারতীয় কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দেয়। মূলত কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জারকে ২০২৩ সালের হত্যাকাণ্ডের ঘটনায় এই পদক্ষেপ নেয় অটোয়া। জবাবে ভারতও কানাডার কূটনীতিকদের বহিষ্কারের নির্দেশ দিয়েছে।

অবশ্য বিদেশের মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ভারতের জড়িত থাকার বিষয়ে কানাডার এই ঘটনাটিই একমাত্র উদাহরণ নয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে মার্কিন-কানাডিয়ান নাগরিক ও শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ব্যর্থ ষড়যন্ত্রের নির্দেশ দেওয়ার অভিযোগে বিকাশ যাদব নামে সাবেক একজন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাকে অভিযুক্ত করেছে ওয়াশিংটন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়