ফুলবাড়ীতে ট্রাক দুর্ঘটনায় নিহত ২

ফানাম নিউজ
  ২৫ মার্চ ২০২২, ১৭:২৫

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের শিবনগর ইউনিয়নের ফকিরপাড়ায় বৃহস্পতিবার রাত ৩টায় ইট বোঝাই ও আলু বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

ঘটনাস্থলে ইট ভর্তি ট্রাকের চালক ৪৫ বছর বয়সী সুরোয়ার হোসেন ও হেলপার ৪৮ বছর বয়সী সাইফুল ইসলাম নিহত হন। নিহত সুরোয়ার হোসেন বগুড়া জেলার নন্দীগ্রাম এলাকার নওয়াব আলীর ছেলে ও সাইফুল ইসলাম নওগাঁ জেলার সিংড়া থানার জয়নগর কলম গ্রামের মৃত ময়েজউদ্দিনের ছেলে।

আহতরা হলেন- আলুর ট্রাকের চালক নওগাঁ জেলার মহাদেবপুর গ্রামের সাইদুল ইসলাম (৪০) ও ওই গাড়ির হেলপার। তবে তার পরিচয় পাওয়া যায়নি। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুজ্জামান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতে পাবনা থেকে ইট ইট বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৪৫৬৭) পঞ্চগড়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি আলু বোঝাই করা ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) নওগাঁর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে ইট বোঝাই করা ট্রাকটি নিজের সাইড থেকে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই করা ট্রাকের সাইডে চলে যায়। এতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ইট বোঝাই করা ট্রাকের চালক ও হেলপার নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ইট ভর্তি ট্রাকের চালক ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা সৃষ্টি হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সূত্র: দেশ রূপপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়