প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জি-২০ সম্মেলনে শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেখ হাসিনা ও মমতার মধ্যে এক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানেই তিন এ আমন্ত্রণ জানান। খবর: হিন্দুস্তান টাইমস।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে নৈশভোজের আয়োজন করেন।
ওই নৈশভোজে যাওয়ার জন্য সংসদ ভবন থেকে বাসে প্রগতি ময়দানে নিয়ে যাওয়া হয় সবাইকে। ওই বাসে মমতা বন্দ্যোপাধ্যায়, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুরসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন।
অপরদিকে ভারত মন্ডপমের নৈশভোজে পৌঁছতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই উপস্থিত ছিলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে অপরের সঙ্গে দেখা হওয়ার পর কুশল বিনিময় করেন তারা।