বুধবার দুপুর একটার দিকে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুরিয়া গ্রামের বাড়িতে মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকার সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে।
তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ আওয়ামী লীগ সরকার সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে।
নির্বাচন কমিশন নিয়ে বিএনপির মহাসচিব বলেন, নতুন ইলেকশন কমিশন গঠন করলেই কি সুষ্ঠু নির্বাচন পাওয়া যাবে। আমরা জানি সরকার যদি আওয়ামী লীগ থাকে, আর যে কোনো ইলেকশন কমিশন গঠন করুক না কেন নির্বাচন সুষ্ঠু হবে না। তাই আমরা বলে দিয়েছি, নির্বাচনকালীন সময়ে এই সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের হাতে নির্বাচনী পরিচালনা দায়িত্ব দিয়ে একটি জবাবদিহিমূলক সংসদ গঠন করতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সময় ১/১১ এর চেয়েও ভয়াবহ অবস্থায় চলেছে। সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে ৩৫ লক্ষ মামলা দিয়েছে। ছয়শোর অধিক নেতাকর্মী গুম রয়েছে, সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জামিলুর রশিদ খান, বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ড. খোন্দকার আকবার হোসেন বাবুল, খোন্দকার আকবার হোসেন জগলুসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: দেশ রূপান্তর