দেশের একটা ছেলেকেও বেকার দেখতে চাই না: জামায়াত আমির

ফানাম নিউজ
  ২৬ ডিসেম্বর ২০২৫, ১৩:১৮

দেশের একটা ছেলেকেও বেকার দেখতে চাই না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, “বাংলাদেশকে আজকের পর্যায়ে আসতে ৪৭ থেকে ২৪ বছর অপেক্ষা করতে হয়েছে। মালেক থেকে হাদী—অনেকজন শহীদ হয়েছে। ছাত্রদের অভিভাবকের মতো ভূমিকা পালন করতে হবে ছাত্রশিবিরকে।”

তিনি বলেন, “কলম কেরে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তখন মিনি ক্যান্টনমেন্টের মতো ছিল। ছাত্রদের ক্যারিয়ারের কোনো ঠিক-ঠিকানা ছিল না। ছাত্রীদের সম্মানহানি করা হয়েছে।”

ডা. শফিকুর রহমান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক করে বলেন, কালো ছায়া এখনো দেশ থেকে যায়নি। কালো ছায়ার বিরুদ্ধে লড়াইয়ে কোনো অবহেলা রাখা যাবে না। আগামী দিনের দায়িত্ব নেওয়ার জন্য ছাত্র সমাজকে প্রস্তুতি নিতে হবে।

জামায়াত আমির বলেন, ছাত্রশিবিরের কাজ দেখে জাতি হতাশ হলে আমাদের কোনো বিকল্প নেই। ছাত্রশিবিরকে নিজের মতো গড়তে হবে এবং ছাত্র সমাজকেও পথ দেখাতে হবে।

তিনি কুরআন ও সুন্নাহ অনুযায়ী ন্যায় প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বলেন, কুরআন-সুন্নাহ বাদ দিয়ে পৃথিবীর কোথাও ইনসাফ কায়েম হয়নি। আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই, যেখানে শিক্ষার্থীরা নৈতিক শক্তিতে বলীয়ান হয়ে দক্ষ কারিগর হয়ে জাতির সেবায় আত্মনিয়োগ করবে। কোনো ছাত্র বেকার থাকবে না।

শফিকুর রহমান আরও বলেন, যারা আমাদের সঙ্গে আসবেন, তারা দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের আশ্রয় দিতে পারবে না। দেশের সুষ্ঠু সংস্কার করতে হবে। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ বেকার থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়