ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

ফানাম নিউজ
  ২৬ ডিসেম্বর ২০২৫, ১৫:২৪

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সংগঠনটির সদস্য সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন সেশনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রশিবিরের মোট ৫ হাজার ৭৪২ জন সদস্য ভোট দেন।

নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, সাহিত্য সম্পাদক ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বেও ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়