নওগাঁর মহাদেবপুরে রাস্তার পাশে পড়ে থাকা মোড়ানো পলিথিনের মধ্যে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার মহাদেবপুর-বেলঘরিয়া সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে উৎসুক লোকজন কাছে গিয়ে সেখানে নবজাতকের লাশ থাকার বিষয়ে সন্দেহ করেন। খবর পেয়ে মহাদেবপুর নওহাটা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে যায়। এর পর পলিথিন খুলে নবজাতকের লাশ দেখতে পায় তারা।
এ ঘটনায় ধারণা করা হচ্ছে— দু-একদিন আগে লাশটি ফেলে রাখা হয়েছে।
ঘটনার বিষয়ে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, রাস্তার পাশে একটি পলিথিনে নবজাতকের লাশ দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা লাশটি ফেলে গেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে দেখা হচ্ছে।
প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লিমিটেড।
আহমেদ টাওয়ার। ২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ। (লেভেল-১২)।বনানী, ঢাকা-১২১২।
সম্পাদকীয়, সংবাদ এবং বাণিজ্যিক কার্যালয় : ট্রেড পয়েন্ট। ৭, বিরুত্তম এ কে খন্দকার রোড।
মহাখালী গ/এ.ঢাকা-১২১২।
+৮৮০৯৬৩০০০০০০০
fanamnews@gmail.com
প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লিমিটেড।
আহমেদ টাওয়ার। ২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ। (লেভেল-১২)।বনানী, ঢাকা-১২১২।
সম্পাদকীয়, সংবাদ এবং বাণিজ্যিক কার্যালয় : ট্রেড পয়েন্ট। ৭, বিরুত্তম এ কে খন্দকার রোড।
মহাখালী গ/এ.ঢাকা-১২১২।
Developed By Orangebd