মাছ শিকার শেষে ফেরার পথে বঙ্গোপসাগরে টেকনাফের শাহপরীর দ্বীপের অদূরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) মাঝিমাল্লাসহ ১৮ বাংলাদেশি ও চারটি নৌকা ধরে নিয়ে গেছে।
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম এই ঘটনা জানিয়ে বলেন, ‘গত মঙ্গলবার বিকেলে তাদের ধরে নিয়ে গেছে বিজিপি। গতকাল বুধবার রাত ৮টা পর্যন্ত জেলেদের ফেরত দেয়নি তারা।’
তিনি আরও বলেন, ‘ধরে নিয়ে যাওয়া’ জেলেরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার মো. জসীম (২৫) একই এলাকার সাইফুল ইসলাম (২৩), মো. ফায়সেল (২৩), আবু তাহের (২২), মো. ইসমাইল (২০), মো. ইসহাক (২৪), আব্দুর রহমান (২৪), নুর কালাম (২৬), মো. হোসেন (২২), হাসমত (২৫), মো. আকবর (২৩), নজীম উল্লাহ (১৯), রফিক (২০), সাব্বির (২৫), মো. হেলাল (২৫), রেজাউল করিম (১৮), রমজান (১৬), জামাল (২১)।
ওই জনপ্রতিনিধি আরো জানান, সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে কাঠবোঝাই ডুবে যাওয়া ট্রলার উদ্ধার কাজে অংশ নেয় এসব জেলেরা। এতে তারা কিছু কাঠও উদ্ধার করে। পরে জেলেরা ফেরার পথে চারটি নৌকাসহ ১৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন ও স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে।
শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া বাসিন্দারা বলেন, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা মো. জসিম, নুর কালাম, মো. ইসলাম ও নুর কালামের মালিকাধীন চারটি নৌকায় ১৮ মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে যান। মাছ শিকার শেষে ফেরার পথে মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাইক্ষ্যংদিয়া এলাকায় কাঠবোঝাই একটি ট্রলার ডুবে যেতে দেখতে পায়। এ সময় জেলেরা ডুবে যাওয়া ট্রলারের উদ্ধার কাজে অংশ নেয়। পরে তারা তীরে ফিরে আসার সময় মিয়ানমার বিজিপির সদস্যরা একটি স্পিডবোটে এসে বাংলাদেশি মাঝিমাল্লাদের ধাওয়া করে এবং এক পর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে ‘ধরে নিয়ে যায়’।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘নৌকাসহ ১৮ জন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে অবগত হয়েছি। বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বিজিবিকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে।’
টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ব্যাটালিয়ন- ২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গতকাল রাত ১০টায় বলেন, ‘আপনারা যেভাবে শুনেছেন আমরাও সেভাবে শুনেছি। মাঝিমাল্লাদের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে বিষয়টি জানানো হয়নি। তারপরও আমরা খোঁজখবর নিয়ে মিয়ানমারে সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশকে চিঠি প্রেরণ করেছি। তবে এখনো তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।’
সূত্র: আরটিভি