মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে মাটিচাপায় তিন পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৬ মার্চ) ভাটেরার রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত তিন শিশুর মধ্যে ভাটেরার পশ্চিম ইসলামনগরের তছিবুর রহমানের ছেলে, সুমন মিয়া, আবদুস ছালামের ছেলে নাহিদ আহমদ ও আবদুল করিমের ছেলে আবদুল কবির।
পশ্চিম ইসলামনগরের পঞ্চায়েত প্রধান মো. সফর উদ্দিন জানিয়েছেন, রাবার বাগানের ভেতর ঘাগরাছড়া টিলায় তিন শিশু পাখির বাসা দেখতে পেয়ে টিলার গর্তে ঢুকে যায়। সেখানে ঢোকামাত্রই মাটি ধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় সংবাদমাধ্যমকে বলেন, কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে মাটিচাপায় তিন শিশু মারা গেছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
সূত্র: আরটিভি