মঙ্গলবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা এলাকার মো. মিরাজের বাড়ির পুকুর থেকে টানা জাল দিয়ে কুমিরটি উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে বনবিভাগ কুমিরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, শ্রীরম্ভা এলাকার মিরাজ সকালে ঘুম থেকে উঠে নিজ বাড়ির পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে বড় একটি কুমির দেখতে পান। তখন ভয়ে ও আতঙ্কে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে গ্রামবাসীরা এক হয়ে টানা জাল দিয়ে কুমিরটিকে পুকুর থেকে উদ্ধার করেন।
তিনি বলেন, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সেটিকে উদ্ধার করে দুপুরেই সুন্দরবনের করমজল খালে অবমুক্ত করেছে বনবিভাগ।
বন কর্মকর্তা আজাদ কবির বলেন, উদ্ধার হওয়া লবণ পানির প্রজাতির কুমিরটি লম্বায় ১০ফুট। বয়স হবে ১৪ থেকে ১৫ বছরের মতো। জোয়ারের সময় কুমিরটি পশুর নদী থেকে খাল হয়ে ওই পুকুরে চলে আসে।
এর আগে গত ১১ মার্চ রামপাল উপজেলার বগুড়া খালে মাছ ধরার সময় এক জেলের জালে আটকে পড়া কুমিরটিকেও উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেয় বনবিভাগ।
সূত্র: দেশ রূপান্তর