লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির চরকাছিয়া গ্রামের মোল্লারহাট কাইস্সার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— শাংসর আলী (৬০), মো. বিল্লাল হোসেন (২৫), আবদুল কুদ্দুস ((১৮), মেহেদি হাসান (১৪), ফারুখ চৌকিদার (৩৫), মাহমুদ আলী সিকদার (৪০) ও শাহজালাল সিকদারসহ (৩৫) উভয় পক্ষের অন্তত ১০ জন।
সাবেক ইউপি সদস্য ফাতেমা আক্তার জানান, গত এক বছর ধরে ছয় একর জমি নিয়ে স্থানীয় মুদি দোকানি শাংসর আলীর পরিবারের সঙ্গে একই এলাকার মাহমুদ আলী সিকদার পরিবারের বিরোধ চলছিল।
বুধবার বিকাল ৫টার দিকে বিরোধপূর্ণ জমি দিয়ে শংসরসহ তার ছেলেরা চলাচল করেন। সন্ধ্যায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মাহমুদ সিকদার তার লোকজন নিয়ে প্রতিপক্ষ শাংসর আলীকে কুপিয়ে রক্তাক্ত জখম ও তার মুদি দোকানে ভাঙচুর চালিয়ে ৫০ হাজার টাকা লুট করে।
এ সময় বৃদ্ধ শাংসর আলীর চিৎকারে তার ছেলে বিল্লাল হোসেন, মেহেদি হাসান, আবদুল কুদ্দুস এগিয়ে গিয়ে বাধা দিলে তাদেরও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। শাংসর আলীসহ তাদের চারজনকে উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তন্ময় পাল শাংসর ও বিল্লালকে সদর হাসপাতাল পাঠায়।
এ ঘটনায় মাহমুদ আলী সিকদারসহ অন্যরা জানান, শাংসর আলীর সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। সামান্য ঘটনায় আমাকে মারধর করলে পাল্টা জবাব দিয়েছি। দোকান ভাঙচুর ও টাকা লুটপাট করা হয়নি বলে তারা দাবি করেন।
রায়পুরের দক্ষিণ চরবংশী ইউপি সদস্য লিটন গাইন বলেন, উভয় পরিবারের মধ্য জমি নিয়ে বিরোধ চলছে। তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি ও ভাঙচুর হয়। দুই পক্ষকে ডেকে স্থানীয়ভাবে ব্যবস্থা নেব।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, জমি নিয়ে মারামারি হয়েছে তা শুনেছি। এখনও কোনো পক্ষ মামলা করতে আসেনি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।