চিলাহাটি-রাজশাহী রুটে ট্রেনের বগি সংকটে যাত্রীদের দুর্ভোগ

ফানাম নিউজ
  ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৫

ট্রেনের বগি সংকটের কারণে চিলাহাটি-রাজশাহী রুটে আন্তঃনগর ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন। এ রুটে ১৩টি বগি নিয়ে চলাচল করার কথা থাকলেও ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেন আটটি এবং ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেন সাতটি বগি নিয়ে চলাচল করছে।

এর ফলে সহস্রাধিক যাত্রী টিকিট না পেয়ে ভিন্নপথে গন্তব্যে যাচ্ছেন।  প্রতিদিন যাত্রীরা চরম হয়রানির শিকার হলেও রেলওয়ে কর্তৃপক্ষ বগি সংকট নিরসনে কোনো উদ্যোগ নেয়নি। চিলাহাটি স্টেশন সূত্রে জানা গেছে, করোনা শুরুর আগে প্রতিটি আন্তঃনগর ট্রেন ১৩টি বগি নিয়ে চিলাহাটি-রাজশাহী রুটে চলাচল করতেন। এতে উভয় ট্রেনে দুই হাজার ৭০০ যাত্রী নিয়ে যাতায়াত করা হতো।

কিন্তু করোনাকালীন তিতুমীর এক্সপ্রেসের পাঁচটি এবং বরেন্দ্র এক্সপ্রেসের ছয়টি বগি ড্যামেজ হওয়ায় ট্রেনের বহর থেকে বগিগুলো সরিয়ে নেওয়া হয়। সর্বশেষ বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের চ-৫১২৪ বগিটি ড্যামেজ হয়ে চিলাহাটি রেলওয়ে স্টেশনে পড়ে আছে। নীলফামারী সদরের দারোয়ানী এলাকার ময়নুল ইসলাম জানান, ৪ ও ৫ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নীলফামারী স্টেশনে গিয়ে কোনো টিকিট পাননি তিনি।

কর্তৃপক্ষ বলছে— ট্রেনে বগি কম, তাই টিকিট সংখ্যাও কম। অনলাইনে আগেই টিকিট বিক্রি হয়ে গেছে। মেয়েকে নিয়ে কীভাবে রাজশাহী যাবেন তাই নিয়ে চিন্তায় পড়েছেন তিনি। আর ২ অক্টোবরে রংপুরে ভর্তি পরীক্ষা থাকার কারণে আগেও রাজশাহীতে যেতে পারছেন না তিনি।

ডোমার উপজেলার চিকনমাটি গ্রামের এরশাদুল আলম জানান, ট্রেনে রাজশাহী যেতে চাইলেও কোনো টিকিট পাননি তিনি। কিন্তু অনলাইনে সব টিকিট শেষ হয়ে গেছে। রোববার বরেন্দ্র ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকায় আরও সমস্যায় পড়েছেন তিনি। এ ছাড়া বাসের টিকিট পাওয়া যাচ্ছে না। তিনি রাজশাহীগামী ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজনের দাবি জানান। কারণ ট্রেন ছাড়া রাজশাহী যাওয়া অন্য কোনো সহজ পথ নেই এ রুটে।

বগি সংকটের কথা স্বীকার করে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ জানান, করোনাকালীন ড্যামেজ বগিগুলো মেরামত করা সম্ভব হয়নি। ফলে চলাচল উপযোগী বগি দিয়ে বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

তবে এ সংকট দূর করতে রেলওয়ে কাজ শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে ট্রেন ভ্রমণে শিক্ষার্থী ও অভিভাবকদের চাপ রয়েছে। বিষয়টি মাথায় রেখে চিলাহাটি-রাজশাহী রেলপথে চলাচলকারী ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়