সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আটোভ্যানকে চাপা দিয়ে তামিম এক্সপ্রেস নামের একটি বাস সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে একজন নিহত হয়েছে। আহত হন ৮ জন।
উপজেলার বড়হর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন মন্ডল (৪৫) উপজেলার বড়হর গ্রামের আব্দুল হাকিম মন্ডলের ছেলে। গুরুতর আহত ২ জনকে পুলিশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। বাকিরা নিজ দায়িত্বে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। এ ঘটনার পর বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান ও স্থানীয়রা জানান, এদিন দুপুরে রাজশাহী থেকে পাবনাগামী তামিম এক্সপ্রেস বাস উল্লাপাড়া উপজেলার বগুড়া-পাবনা মহাসড়কের বোয়ালিয়া বাসস্ট্যান্ডের কাছে কবরস্থানের পাশে পৌঁছালে একটি যাত্রীবাহী অটোভ্যানকে চাপা দিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ভ্যানের ১ যাত্রী নিহত ও ৮ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছায় ও নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র: দেশ রূপান্তর