জেলের জালে দেড় শ কেজির বোল মাছ, ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি

ফানাম নিউজ
  ২৩ এপ্রিল ২০২২, ১২:৫৬

কক্সবাজার জেলার টেকনাফের সেন্ট-মার্টিনে এক জেলের জালে দেড় শ কেজি (১৫০) ওজনের একটি বোল মাছ ধরা পড়েছে। 

একটি মাছ শিকারেই ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় জেলে পরিবারে উল্লাস নেমে এসেছে।

শনিবার ভোরে টেকনাফ সেন্টমার্টিনের জেলে রশিদ আহমদ বঙ্গোপসাগরে পোঁপা মাছের জাল ফেলে। জাল টেনে তোলার সময় বিরাট একটি বোল মাছ দেখতে পেয়ে নৌকার মাঝি-মাল্লারা উল্লাসে মেতে উঠেছে। 

মাছটি ধরে ঘাটে নিয়ে এসে মেপে ৩মণ ৩০ কেজি অর্থাৎ দেড় শ কেজি ওজন পাওয়া যায়।

মূল্যবান এবং সুস্বাদু এই মাছের প্রতি কেজির দাম ৮ শ টাকা দামে ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

জেলে রশিদ জানান, এই মাছ মহান আল্লাহর দেওয়া ঈদের হাদিয়া স্বরূপ। মাছটি বিক্রির টাকা দিয়ে আমি সপরিবারে আনন্দে ঈদ করতে পারব।
 
টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, একদিকে মাছের প্রজনন মৌসুম, অন্যদিকে বাড়ছে তাপমাত্রা। তাই সাগরের উপকূলের দিকে মাছ নিরাপদ স্থান মনে করে ধেয়ে আসছে। জেলেরাও প্রচুর মাছ পাচ্ছেন।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়