আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করাই এবারের কাউন্সিলের মূল লক্ষ্য।
শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জোট যেন নিরঙ্কুশ বিজয় অর্জন করতে পারে সেটিই কাউন্সিলের লক্ষ্য।
বৃহস্পতিবার (৫ মে) সকাল ১০টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে ক্রীড়নক হিসেবে ব্যবহার করেছে। বর্তমান সরকারের সময় দেশের সাংগঠনিক প্রতিষ্ঠানগুলো সঠিক কাজ করলেও বিএনপি মনে করে তারা সরকারের পক্ষে কাজ করছে।
তিনি আরও বলেন, বিএনপির কর্মই ছিল রাষ্ট্র-যন্ত্রকে দলীয়ভাবে ব্যবহার করা। ২০০৪ সালে ২১ আগস্টে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে জঙ্গীদের দিয়ে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। আর এই হামলা পরিচালনার জন্য রাষ্ট্র-যন্ত্রকে ব্যবহার করা হয়েছিল।
সূত্র: আরটিভি