সুন্দরবনের নোটাবেকি এলাকা থেকে কাওছার গাইন (২৭) নামের এক জেলেকে নিয়ে গেছে বাঘ। শনিবার (২১ মে) এ ঘটনা ঘটে। তবে তার মরদেহ এখনো পাওয়া যায়নি। কাওছার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জেলে মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, বৈধ পাশ নিয়ে বৃহস্পতিবার সুন্দরবনের মাছ ধরতে চান কাওছার। শনিবার নোটাবেকি খাল এলাকায় মাছ ধরার সময় হঠাৎ বাঘের আক্রমণের শিকার হয়। বাঘ তাকে ধরে নিয়ে যায়। তবে এখনো তার মরদেহ উদ্ধার করা যায়নি।
সূত্র: জাগো নিউজ