তিস্তার পানি ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত, বন্যার আশংকা

ফানাম নিউজ
  ১১ জুন ২০২২, ১১:২০

১১ জুন/২২ ভারী বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এখনো বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ।

শনিবার সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, শুক্রবার সকাল থেকে তিস্তার পানি বাড়তে শুরু করলেও এখনো বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, বর্ষা মৌসুমে তিস্তার পানি কখনো কমবে আবার কখনো বা বাড়তে থাকবে। এদিকে তিস্তা ব্যারাজ এলাকায় পানি বৃদ্ধি পাওয়ায় পাটগ্রামের দহগ্রাম; হাতীবান্ধার গড্ডিমারী, সিঙ্গামারি, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী; কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি; আদিতমারী উপজেলার মহিষখোচা,পলাশী ও সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়