বীরপ্রতীক আবদুল মান্নান আর নেই

ফানাম নিউজ
  ০৮ অক্টোবর ২০২১, ১৪:৫২

পটুয়াখালীর দশমিনা উপজেলার একমাত্র বীরপ্রতীক মুক্তিযোদ্ধা আবদুল মান্নান (৮৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকালে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আবদুল মান্নানের মৃত্যুতে শোক জানিয়েছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আজীজ, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন। 

আবদুল মান্নানকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাউয়ুম, বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর পক্ষে শেখ হাসিনা সেনানিবাসের চৌকস দল গার্ড অব অর্নার দেয়। 

সূত্রঃ যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়