বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

ফানাম নিউজ
  ০৪ জুন ২০২৪, ০৭:২৬

সুনামগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ জুন) দুপুরে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের দরগাপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা শান্তিগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের আবুল কালামের ছেলে শিব্বির আহমেদ ও রিয়াজ উদ্দিনের ছেলে সাদ্দাম। দুজনই মোটরসাইকেল করে এক আত্মীয়র বিয়েতে যাচ্ছিলেন।

এসআই নাজমুল বলেন, বিশ্বম্ভরপুর থেকে মোটরসাইকেল করে দুজন জগন্নাথপুরে একটি বিয়েতে যাচ্ছিলেন। শান্তিগঞ্জের দরগাপাশা এলাকায় গেলে জগন্নাথপুর থেকে আসা একটি বাস মোটরসাইকেলকেটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে একজন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। ঘাতক বাসের চালক পলাতক আছেন।

শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়