মৌলভীবাজারের কমলগঞ্জে নাজমুল হাসান (৪৫) নামের এক ব্যবসায়ী নেতাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৩১ অক্টোবর) উপজেলার চৈত্রঘাট বাজারে এ ঘটনা ঘটে। নাজমুল হাসান চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ওই এলাকার লকুস মিয়ার ছেলে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, দুপুরে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা নাজমুল হাসানকে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখান অবস্থার অবনতি হলে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে সন্ধ্যায় তিনি মারা যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায় নি। তবে জড়িতদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে।