'আমরা খাঁটি মুসলমান, আমাদের ঈমান আছে, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আমি এখন থেকে ওয়াদা দিয়ে গেলাম ইসলামিক লাইনে এই মাধবখালী ইউনিয়নের চেয়ারম্যানি চলবে ইনশাল্লাহ'।
নৌকা প্রতীক পাওয়ার পর প্রথমবারের মতো এলাকায় ফিরে গত বুধবার স্থানীয় কাঁঠালতলী হাসপাতালের সামনে এক পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মো. মিজানুর রহমান লাভলুর এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে মাধবখালী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে সাম্প্রদায়িকতা সমূলে ধ্বংস করতে আপ্রাণ চেষ্টা করছেন। সেখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী মো. মিজানুর রহমান লাভলু যে বক্তব্য দিয়েছেন তা সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়ার সামিল। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে আসছি। এখানে এমন বক্তব্য আওয়ামী লীগের একজন প্রার্থীর মুখে শোভা পায় না।
মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক আকন বলেন, মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়াম্যানি ইসলামি আইনে চলবে বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছি। বক্তব্যটি সম্পূর্ণ অসাংবিধানিক। নৌকার প্রার্থী হিসেবে কাজী মো. মিজানুর রহমান লাভলু এমন বক্তব্য দিতে পারেন না।
আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মো. মিজানুর রহমান লাভলু সাংবাদিকদের বলেন, সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার জন্য আমি এমন বক্তব্য দেইনি। আসলে আমি আমার বক্তব্যে যা বলতে চেয়েছি, তা হলো আমরা মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আসন্ন নির্বাচনে জয়লাভ করতে পারলে মিথ্যা, দুর্নীতি পরিহার করে সত্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো। তিনি অভিযোগ করে বলেন, নৌকা প্রত্যাশী অন্য প্রার্থীরা আমার বক্তব্যের ভিডিওটি আংশিক কর্তন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন।
সূত্র: যুগান্তর