ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জালভোট দেয়ার সময় পারভেজ আহমেদ (২০) নামে এক যুবককে আটকের পর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত পারভেজ উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
রোববার দুপুরে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, ইউপি নির্বাচনে প্রবাসী বাবার ভোট দিতে বুথে প্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন ওই যুবক।
পরে ঘটনাস্থলে পরিচালিত মোবাইল কোর্ট তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭২ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সূত্র: জাগো নিউজ