‘আমি জিবনে যেত বুল করসি সব আমার ভুল সরি’ ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার দুই ঘণ্টা পর মো. নুরুল আফসার (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।
সোমবার (৩ জানুয়ারি) খাগড়াছড়ির গুইমারা উপজেলার মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আফসার গুইমারার মুসলিমপাড়া গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের ছেলে। তিনি চলতি বছর গুইমারা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, মা-বাবার অনুপস্থিতিতে মুসলিমপাড়ায় নিজ বাড়ির পেছনে গাছের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নুরুল। এসময় স্থানীয় লোকজন উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. দিদারুল আলম পরিবারের বরাত দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নানা রকম মানসিক সমস্যা ও মৃগি রোগে ভুগছিল মো. নুরুল আফসার। এ কারণেই আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।