মাঘের শুরুতেই শীতে কাবু হিলি, বিপাকে খেটে খাওয়া মানুষ

ফানাম নিউজ
  ২০ জানুয়ারি ২০২২, ১২:২৬

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশপাশের উপজেলাতে দিন দিন কমেই চলেছে তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের প্রকোপ। অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ।

একই সঙ্গে ঘন কুয়াশা ও হিমেল বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেকেই পাচ্ছেন না কাজ। কেউবা শীতের কারণে কাজে যেতে পারছেন না। অপরদিকে অতিরিক্ত শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র জানা যায়, গত এক সপ্তাহ থেকে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে জ্বর, সর্দি, কাশিসহ নানা রোগী প্রতিদিন ভিড় করছেন।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কি.মি.। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়